আইন বিচারবাংলাদেশ
Trending

ভাঙ্গায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজী মামলা করার প্রতিবাদে মানববন্ধন

Above Article Content Ad

মোঃ রবিউল ইসলাম ভাংগা ফরিদপুর প্রতিনিধি।
ফরিদপুরের ভাঙ্গায় দৈনিক জনতা পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ রবিউল ইসলামের বিরুদ্ধে গত রোববার ২০/০৯/২০২০ইং তারিখে পৌরসভার ৪নং ওয়ার্ডের পশ্চিম হাসামদিয়া গ্রামের শেখ নয়নের স্ত্রী মেরিনা বেগম(৩৫) বাদী হয়ে হয়রানীমূলক মিথ্যা চাঁদাবাজী মামলা করার প্রতিবাদে এক আলোচনা সভা ও মানববন্ধন করেছে ভাংগা উপজেলার সাংবাদিক বৃন্দ। বুধবার সকাল ১১ টায় ভাঙ্গা পৌরসভার সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক জাতীর বিবেক স্বরুপ কাজ করেন। তাদের হাতকে অনৈতিকভাবে আটকে রাখা যাবে না। তদন্ত ছাড়াই ৮ জনকে আসামী করে মামলাটি নিয়ে নেয় ভাংগা থানা পুলিশ। উদ্দেশ্য প্রণদিত হয়ে দায়েরকৃত হয়রানী মূলক মিথ্যা চাঁদাবাজী মামলা অনতীবিলম্বে প্রত্যাহার করতে হবে। সার্চ ওয়ারেন্ট ছাড়া তল্লাশীর প্রতিবাদ জানিয়ে এ সময় বক্তারা বলেন, থানায় মামলা রুজু করার সাথে সাথেই সাংবাদিকের বাড়ীতে গভীর রাতে পুলিশের হয়রানী মূলক তল্লাশীর ঘটনা অত্যন্ত দুঃখ জনক।

আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। থানা প্রশাসন মামলা প্রত্যাহার না করলে, কঠোর কর্মসূচি পালন করা হবে বলেও বক্তারা জানান।
দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি হাজী আঃ মান্নানের নেতৃত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রতিদিনের উপজেলা প্রতিনিধি অজয় দাশ, দৈনিক একুশের বানী পত্রিকার সহ-সম্পাদক মোঃ হাবিবুর রহমান, দৈনিক বাংলাদেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি জাকির মুন্সি, সৃষ্টি টেলিভিশনের উপজেলা প্রতিনিধি মাসুম আল ইসলাম, সাপ্তাহিক ভাঙ্গার আলো পত্রিকার বার্তা সম্পাদক রফিকুজ্জামান প্রমূখ।

এ ছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম শাকিল, মাই টিভির উপজেলা প্রতিনিধি মোঃ সরোয়ার হোসেন, সাপ্তাহিক ভাঙ্গার খবর পত্রিকার সম্পাদক মামুনুর রশিদ, এশিয়ান টিভির উপজেলা প্রতিনিধি মাসুম অর রশিদ, চ্যানেল এস টিভির উপজেলা প্রতিনিধি ওবায়দুর রহমান, দৈনিক আজকালের খবর পত্রিকার উপজেলা প্রতিনিধি মাহামুদুল হাসান, দৈনিক বিশ্ব মানচিত্র পত্রিকার উপজেলা প্রতিনিধি সোহাগ মুন্সি, সাংবাদিক খালেদুর রহমান, মাহমুদুর রহমান তুরান, সালমান মোল্লা, হাফিজুর মোল্লা, সালমান মুন্সিসহ প্রমূখ। মানববন্ধনটির সঞ্চালনা করেন দৈনিক মানব জমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামান মনির।

Article inline ad #5
Article inline ad #4
Article inline ad #3
Article inline ad #2
Article inline ad #1

Facebook Comments

Below Article Content Ad (Adst Native Banner)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button